নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার ২৮ জানুয়ারি সিপিও- ৯১০২০৯ ডিএডি এম আমজাদ আলী খান সঙ্গীয় অফিসার ও ফোর্স এসআই (নিঃ) মোঃ খালিকুর রহমান, পিসি(আনসার)-১৪১৯৭ মোঃ মোফাজ্জল হোসেন, এএসআই (নিঃ) শ্রী আশুতোষ চন্দ্র দাস, ল্যান্স কর্পোরাল-৪০৪৭০১০ মোঃ মহিউদ্দিন, ড্রইভার কনস্টেবল-১৩৫৫ মোঃ দিদারুল হক পলাশ, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পসহ সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় টহল ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল এসএমপি, সিলেট এর এয়ারপোর্ট থানাধীন ৩ নং খাদিমনগর ইউপির দেবাইরবহর গ্রামস্থ আনা মিয়ার বসত ঘরের দক্ষিণ পাশের টিলায় পানির ট্যাংকীর নিকটে উপস্থিত হলে ২ (দুই )জন ব্যক্তি র্যাবের উপস্থিতি দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী মোঃ আমজাদ হোসেন (২২), পিতা- মৃত জসিম উদ্দিন, সাং- দক্ষিণ বড় কাপন, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ কে ধৃত করেন এবং অপর একজন আসামী পালিয়ে যায়।
গ্রেফতার কৃত আসামীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীর নাম আনা মিয়া (৪৫) পিতা-কালা মিয়া, সাং- দেবাইর বহর, ইউপি- ৩ নং খাদিমনগর, থানাঃ এয়ারপোর্ট, এসএমপি, সিলেট বলে প্রকাশ করে।
তখন সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামীর দেখানো মতে আনা মিয়া (৪৫) এর বসত ঘরের দক্ষিণ পাশের টিলায় পানির ট্যাংকীর নিকটে গাছের শুকনা পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ২ টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ২ টি বস্তার ১ টিতে ১২ (বার) টি এবং অপর ১ টিতে ১০ (দশ) টি পুটলা সহ মোট ২২ (বাইশ) টি কথিত গাঁজার পুটলা উদ্ধার করা হয়। পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ টি গাঁজার পুটলার মোট ওজন একত্রে ২২ কেজি ২০০ গ্রাম ।
প্রতি কেজি গাঁজার অনুমান মূল্য ১০,০০০ টাকা হলে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজার সর্বমোট মূল্য ২,২২,০০০ (দুই লক্ষ বাইশ হাজার) টাকা। (খ) চাবিসহ TATA কোম্পানীর একটি মিনি পিকআপ গাড়ি । যার রেজিঃ নং- সিলেট-ন-১১-১৬৩০, ইঞ্চিন নং- 275IDI05CVYS24509 এবং চেচিস নং- MAT445235EZR11133। যার অনুমান মূল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা। (গ) ০১(এক) টি সিম বিহীন WALTON কোম্পানীর L29 মডেলের বাটন ফোন। যার IMEI নং ৩৫২১৪৯২৭০৭৯৫৩১২ যা গ্রেফতার কৃত আসামী মোঃ আমজাদ হোসেন (২২) এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে উদ্ধার পূর্বক ঘটনাস্থলে গত ২৮ জানুয়ারি, রাত ৩ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
পরবর্তীতে ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ থানায় এসে বাদী এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-৩২, তাং-২৮ জানুয়ারি, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(গ)/৩৮/৪১ রুজু হয়। মামলা তদন্ত অব্যাহত আছে।