যশোরে ডিবি পুলিশের অভিযানে ব ফেনসিডিল সহ ২ জন গ্রেফতার

অন্যান্য এইমাত্র

সুমন হোসেন ঃ শনিবার ২৯ জানুয়ারী, ডিবি যশোরের এসআই(নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান, এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন, এএসআই (নিঃ) মোঃ ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম রাত সাড়ে ৪ টার সময় বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে যশোর বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল টু গোগা গামী রাস্তার খলসি মাঠপাড়াস্থ সিরাত বারী এর সাইকেল গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ জাহিদ হাসান (২২), পিতা- মোঃ কোরবান আলী, মাতা-মোছাঃ তহমিনা খাতুন, এবং মোঃ ইকবাল হোসেন (১৯), পিতা- আব্দুস সামাদ, মাতা- মোছাঃ চায়না খাতুন, উভয় সাং-পাঁচভুলট, থানা- শার্শা, জেলা- যশোরদ্বয় কে ৪৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৯০,০০০ টাকা।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী এজাহার দায়ের করেন।