যশোর জেলা পুলিশের আয়োজনে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

Uncategorized আন্তর্জাতিক

সুমন হোসেন ঃ মঙ্গলবার ১২ এপ্রিল বিকাল ৫ টার সময় মনিহার মোড় প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।

এসময় প্রায় ৩০০(তিনশত) স্থানীয় গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী-লীগের সভাপতি বীর মক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, সাইফুজ্জামান পিকুল, জেলা পরিষদ চেয়ারম্যান, যশোর, মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা(ডিবি), শাখা, যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।


বিজ্ঞাপন