পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সার্বিক আইন শৃংখলা সংক্রান্ত ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ২১ এপ্রিল সকাল ১১ টায় পুলিশ কমিশনারের কার্যালয়ের মিলনায়তনে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সার্বিক আইন শৃংখলা সংক্রান্ত ভার্চুয়াল সভা (ভিডিও কনফারেন্স) অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনার কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা সভায় ভার্চুয়াল ভাবে সংযুক্ত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম।