সরিষাবাড়ীতে ঝিনাই নদীর বাঁধ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ডা: মুরাদ হাসান এমপি

Uncategorized অন্যান্য

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে শিমলা বাজার ও কামরাবাদ ইউনিয়ন বাসীর বহুল প্রত্যাশীত ঝিনাই নদীর বেড়ি বাঁধ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছের স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি। গতকাল বুধবার(২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বড়বাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এ সময় সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভিপি,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২১-২০২২ ইং অর্থ বছরে এডিবি’র অর্থায়নে ঝিনাই নদীর বাঁধ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করায় শিমলা বাজার ও কামরাবাদ ইউনিয়নবাসীর মাঝে সন্তোষ বিরাজ করছে।


বিজ্ঞাপন