ডেসকো’র কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পিরোজপুর কর্তৃক এমপিও ভুক্তির নামে ঘুষ আদায়ের অভিযোগ

Uncategorized অপরাধ

! ! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ মঙ্গলবার ৬টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ২ টি অভিযান পরিচালনা করা সহ ৪ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে !!

নিজস্ব প্রতিবেদক ঃ ডেসকো’র কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পিরোজপুর কর্তৃক এমপিও ভুক্তির নামে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী (ডেসকো), ঢাকা এর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন সংযােগ প্রদানে ঘুষ দাবি ও গ্রাহক হয়রানির অভিযােগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বায়েজেদুল রহমান খান ও মুহাম্মদ জাফর সাদিক শিবলী এর সমন্বয়ে গঠিত একটি টিম মঙ্গলবার ১০ মে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), মিরপুর অঞ্চলে অভিযান পরিচলনা করেছে। দুদক টিম কর্তৃক অভিযান পরিচালনাকালে বিভিন্ন সেবাপ্রার্থীদের সাথে কথা বলে তাদের তাৎক্ষণিক সেবাপ্রদান করা হয়।

পাশাপাশি উপস্থিত অফিসারদের সাথে কথা বলে গ্রাহক ভোগান্তি লাঘবে সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদান এবং যথাযথভাবে অভিযোগ রেজিস্টারসহ অন্যান্য রেজিস্টার ব্যবস্থাপনার জন্য অভিযান পরিচালনাকালে নির্দেশনা প্রদান করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে দুদক টিম। সংগ্রহীত রেকর্ডপত্র যাচাই-বাছাই পূর্বক বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নাজিরপুর, পিরােজপুর-এর বিরুদ্ধে নতুন নিয়ােগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও ভুক্তির অনলাইন আবেদন যাচাই-বাছাই বাবদ ঘুষ দাবির অভিযােগে দুদক, সজেকা, বরিশালের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ এর নেতৃত্বে মঙ্গলবার অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে উক্ত অফিসে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকাদের এম.পি.ও ভুক্তির অনলাইন আবেদন পেন্ডিং থাকার তথ্য পাওয়া যায়নি। তাছাড়া চলতি বছরে কোন আবেদন বাতিল বা কোয়ারী করারও তথ্য পাওয়া যায়নি। নিয়োগপ্রাপ্ত শিক্ষকাদের এম.পি.ও ভুক্তির অনলাইন আবেদন ৫,০০০ টাকা না দিলে পেন্ডিং রাখা হয় বা বাতিল করা হয় বা কোয়ারী করা হয় সংক্রান্ত অভিযোগের বিষয়ে সরেজমিনে পরিচালিত অভিযানের প্রেক্ষিতে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন