সুন্দরবনে কাঁকড়া ধরার চারু উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা) :  পূর্ব শরণখোলা রেঞ্জের দুবলার জেলেপল্লী টহল ফাঁড়ির আওতাধীন মেহেরআলী সাইট খালের বন থেকে বিপুল পরিমাণ কাঁকড়া আহরণের বা়ঁশের তৈরী খাচা (চারু) ও গরাণের কচা উদ্ধার করেছেন বনরক্ষীরা।


বিজ্ঞাপন

বুুধবার (৬ আগস্ট) বিকেলে দুবলা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে ১৭৬টি চারু উদ্ধার করেন। পরে চারুগুলো পুড়িয়ে ধ্বংস এবং গরাণ কচাগুলে সংরক্ষণ করা হয়। তবে সংশ্লিষ্ট জেলেদের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।


বিজ্ঞাপন

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, নিষিদ্ধ সময়ে অসাধু জেলেরা গোপনে প্রবেশ করে কাঁকড়া আহরণের উদ্দেশে বাঁশের তৈরী খাচাগুলো (চারু) এনে মজুদ করেছিলেন। এই খবর জানতে পেরে দুবলা টহল দলের বনরক্ষীরা সেগুলো জব্দ করেন।


বিজ্ঞাপন

এসিএফ জানান, ওইদিন সন্ধ্যায় দুবলা টহল ফাঁড়িতে এনে চারুগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।##


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *