নিজস্ব প্রতিনিধি ঃ স্বপ্নের পদ্মা সেতু, এখন আর স্বপ্ন নয় বাস্তব রুপ নিয়েছে, ‘মাথা নোয়াবার নয়’ বিশ্বের দরবারে এ সত্য আবারও প্রমাণিত হলো। এটি শুধু একটি সেতু নয়, উন্নত আধুনিক বাংলাদেশের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
একটু একটু করে সম্পন্ন হলো বিশাল এই কর্মযজ্ঞ। হাজারো বাধা বিপত্তি পেরিয়ে বর্তমান সরকার দেশের বৃহত্তম ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’ বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ে কাজ করছে।
স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্পটি নিজেদের অর্থায়নে সম্পন্ন করার মাধ্যমে বাঙালী জাতি আবারও নিজেদের সক্ষমতার পরিচয় তুলে ধরছে বিশ্ববাসীর কাছে। বীরের জাতি বাঙালী।
অনির্বাণ আশা, সাহস ও বিশাল কর্মযজ্ঞের ফলে আগামী ২৫ জুন, উদ্বোধন হতে যাচ্ছে দেশের বৃহত্তম এ সেতু।