নিজস্ব প্রতিবেদক ঃ
বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন এ উপস্থিত থেকে কোস্ট গার্ড এর সমুদ্র মহড়া পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এ মহড়ায় কোস্ট গার্ড এর জাহাজ সমুহের স্টিম পাস্ট, VBSS EXERCISE, ২০ মিটার রেসকিউ বোট, মেটাল শার্ক এবং কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান দ্বারা POLLUTUION CONTROL EXERCISE, ডিসপারসেন্ট ডেলিভারি ও ওয়াটার গান অপারেশন প্রদর্শন করা হয়।
পলিউশন কন্ট্রোল মহড়ায় প্রথমবারেরমত কোস্টগার্ডের নতুন সক্ষমতার আধুনিক প্রযুক্তি পরিদর্শন করা হয়েছে।
এই প্রযুক্তির সাহায্যে সাগরে জাহাজ দূর্ঘটনা বা অন্য কোন কারণে তেল ছড়িয়ে পড়লে তা সংগ্রহ করা যাবে। বর্তমানে কোস্টগার্ডের ৪টি জাহাজে এই আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।