নিজস্ব প্রতিনিধি ঃ শুক্রবার ৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী।
দিনটি উপলক্ষ্যে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীতে “বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল : নির্মল তারুণ্যের অগ্রদূত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।
এর পূর্বে পুলিশ কমিশনার ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ-সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল ইসলাম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/08/received_590779032429025.jpeg)