নিজস্ব প্রতিনিধি ঃ শুক্রবার ৫ আগস্ট সকাল সাড়ে ১০ টার সময় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর টাউন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর, নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর , মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর, এ্যাডভোকেট ছাফিয়া খানম, প্রশাসক, জেলা পরিষদ, রংপুর, মমতাজ উদ্দিন আহম্মেদ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা, এ্যাডভোকেট মোঃ রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা, সফিউর রহমান সফি, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মহানগর, তুষার কান্তি মন্ডল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মহানগরবৃন্দ।
অনুষ্ঠানের প্রাক্কালে রংপুর টাউন হল চত্ত্বরের সাহিত্য মঞ্চে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর অস্থায়ী বেদীতে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মেহেদুল করিম পিপিএম, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জীবনাচরণ, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, বাংলাদেশের রাজনীতি ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/08/received_3806497382807501.jpeg)