কুটনৈতিক প্রতিবেদক ঃ পররাষ্ট্রমন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোমেন এমপি এইচ.ই.এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ওকনা দাতুক ডঃ ওসমান হাসান, কম্বোডিয়ার সিনিয়র মন্ত্রী, বিশেষ মিশনের দায়িত্বে (ইসলামিক বিষয়ক), ২৯তম আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) যোগ দিতে কম্বোডিয়ায় তার তিন দিনের সফরে।
বৈঠকে, ড. মোমেন মন্ত্রীকে দেশের দীর্ঘ প্রতিষ্ঠিত উদার, মধ্যপন্থী ও সহনশীল ধর্মীয় জীবনযাপনের ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন যা বিভিন্ন ধর্মের অনুসারীদের অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশকে শর্ত দেয়। তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ওআইসির সদস্য হিসেবে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ইসলামের মহান ধর্মের সঠিক ভাবমূর্তি ও শিক্ষার প্রচারে বাংলাদেশের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন এবং জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় শান্তির সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও প্রচার করেন।
দুই মন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, জলজ চাষ ও মৎস্য, জ্বালানি, স্বাস্থ্য ও ওষুধ, সংযোগ, আইসিটি, পর্যটন, হালাল বাণিজ্য, মানবসম্পদ উন্নয়ন, যুব ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি বিষয়েও আলোচনা করেন। ,
পররাষ্ট্রমন্ত্রী ড.একে আবদুল মোমেন কম্বোডিয়ার মন্ত্রীকে পারস্পরিক সুবিধার তারিখে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।