ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ১৬ আগস্ট সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা কম্প্রেইনসিভ একশান প্ল্যান প্রণয়নে কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম খালিদ এমপি, প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মো: আবদুল ওয়াহাব ভূঞা, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মোহাম্মদ আজিজুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দেবদাস ভট্টাচার্য, বিপিএম ডিআইজি, ময়মনসিংহ রেন্জ, ময়মনসিংহ।
উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ বিভাগের অন্তর্গত জেলাসমূহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটগণ, পুলিশ সুপারবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *