বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দিঘলিয়া মুন্সীবাড়ি দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

Uncategorized আন্তর্জাতিক

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
বাঙ্গালী’র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দিঘলিয়া মুন্সী বাড়ি মসজিদে (১৫ আগষ্ট) সোমবার বাদ আসর,দিঘলিয়া গ্রামের ঐতিহ্যবাহী মুনশী বাড়ির কৃতি সন্তান আওয়ামী-লীগ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান তাপস এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়। দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী-লীগের সভাপতি শ.ম.ওহিদ,দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ,৮ নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন,২নং ওয়ার্ড আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মোল্যা হাসানুজ্জামান,৩নং ওয়ার্ড নোয়াগ্রাম এর সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান,মসজিদ কমিটির সভাপতি আমানত খা,প্রবাসী সমাজ সেবক রাজু মুন্সীসহ দিঘলিয়া গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মিলাদ মাহ্ফিল শেষে গ্রামবাসীদের জন্য কাংঙ্গালী ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন,দিঘলিয়া গ্রামের ঐতিহ্যবাহী মুনশী বাড়ির কৃতি সন্তান আওয়ামী-লীগ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান তাপস। হাবিবুর রহমান তাপস জানান,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যা করে দেশ ও দশের সর্বনাশ করেছে এবং এতেই খান্ত হয়নি এখনো জাতীর পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেও হত্যার পরিকল্পনা করে আসছে। এসব আলবদর কুচক্রীমহল দেশের উন্নয়ন দেখে বিভিন্ন ভাবে দেশের শান্তি নষ্ট করতে গুজব ও অপপ্রচার করছে এসব গুজবকারীদের এখনি দাঁতভাঙ্গা জবাব দিতে হবে বলেও জানান ছাত্র নেতা তাপস।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *