নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত অভিযান কার্যক্রম পরিচালনা কালে জননী সুইটসে মনিটরিং কালে দেখা যায় যে, খাবারের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না, একই ফ্রিজে কাচা মাংস ও রান্না করা ভাত একসাথে সংরক্ষণ করা হচ্ছে , খাবার উন্মুক্ত ভাবে রাস্তার পাশে প্রদর্শন ও সংরক্ষণকরা হচ্ছে।
প্রতিষ্ঠান টিকে ৩,০০০ টকা জরিমানা করা হয়। জননী ফার্মেসি তে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটিকে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
গজারিয়া থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান অভিযানে সহযোগিতা করেন।