রংপুর বিভাগীয় আইন-শৃংখলা কমিটি, চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১২ সেপ্টেম্বর ৯ টায় ঘটিকায় বিভাগীয় কমিশনার, রংপুর এর কার্যালয়ের সন্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার, রংপুর মোঃ সাবিরুল ইসলাম এরসভাপতিত্বে রংপুর বিভাগীয় আইন-শৃংখলা কমিটি, চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভাসমূহে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর প্রতিনিধিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।
আলোচনা সভায় রংপুর বিভাগীয় আইন-শৃংখলা কমিটি, চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির কার্যবিবরণী নিশ্চিতকরণ, জেলা ও উপজেলা পর্যায়ে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির কার্যক্রম, জেলা ও উপজেলা টাস্কফোর্স কর্তৃক পরিচালিত অভিযান, মাদকের বিরুদ্ধে শুধুমাত্র টাস্কফোর্স সংশ্লিষ্ট মোবাইল কোর্ট পরিচালনা, চোরাচালান মামলার অগ্রগতি প্রতিবেদন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় আইন-শৃংখলা জোরদারকরণ এবং বিবিধ বিষয়ে চলমান ও গৃহীতব্য কার্যক্রম সংক্রান্তে আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিআইজি, রংপুর রেঞ্জ পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ, রংপুর, সেক্টর কমান্ডার, বিজিবি, রংপুর, ডিটাচমেন্ট কমান্ডার, ডিজিএফআই, রংপুর, কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর, ৮ জেলার জেলা প্রশাসক, পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর; সিও, র‌্যাব-১৩, রংপুর এর প্রতিনিধি, পরিচালক, আনসার ভিডিপি, রংপুর অঞ্চলসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *