মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতিক নিয়ে সদস্য প্রার্থী জননেত্রী রহিমা খানম মুক্তা,ওরফে আর কে মুক্তা। মুক্তা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মোঃ নুরুল হক শেখ এর গর্বিত কন্যা এবং বাংলাদেশ কৃষক-লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য,ঢাকা জেলা উত্তর কৃষক-লীগের যুগ্ম-আহবায়ক ও লোহাগড়া উপজেলা কৃষক-লীগ এর সদস্য। আজ (২৬ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১ ঘটিকার সময় নড়াইল জেলা ডিসি অফিসে প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হয়,এসময় আর কে মুক্তা,দোয়াত কলম প্রতিক পায়। মুক্তা এ প্রতিবেদককে জানান,নড়াইল জেলাবাসির উন্নয়নে এবং জনসাধারনের মঙ্গল কামনায় কাজ করার জন্য,জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি,যে কোন মূল্যে নড়াইল জেলা বাসির মঙ্গল কামনায় আমি আর কে মুক্তা সব সময় সকল অসহায় গরিব মানুষের কাধেঁ কাধঁ মিলিয়ে বিপদে আপদে সবার পাসে থেকেছি এবং থাকবো। কেন অসহায় গরিবদের সাথে নির্বাচন এলেই নানা প্রতারনা,কেন এত ভন্ডামি,কেন অসহায় গরিবদের সাথে প্রতিনীয়ত জালিয়াতি,কেন অসহায় জনগনের সাথে বড় বড় কথা বলা হয়,কেন নেতায় রুপান্তরীত হয়ে জনগণের সাথে প্রতারনা করা হয়,কেন জনগনকে ভুল বুঝিয়ে তাদের ভোটে নেতা হয়ে নিজে অবৈধ টাকার মালিক সাজে,এদের মত নেতা কে আর নড়াইল বাসি চাই না। এজন্য আর কে মুক্তাকে নড়াইল জেলা পরিষদের সদস্য হিসাবে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে অসহায়দের পাসে থাকার সুযোগ দিন। আর কে মুক্তা আরো জানান,নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে,নড়াইল জেলার সকল রাস্তা ঘাট,স্কুল-কলেজ,মাদ্রাসা,মসজিদ,মন্দির,ধর্মীয় প্রতিষ্ঠান,খেলার মাঠসহ সকল প্রকার প্রতিষ্ঠান উন্নয়ন করতে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতী ব্যাক্ত করেন। জনগনের ভালোবাসা নিয়ে বিজয়ী হয়ে,সকল জনগনের গলায় বিজয়ী মালা পরিয়ে আমার বিজয়ের পথ চলা বলেও জানান তিনি।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/09/FB_IMG_1664180856084.jpg)