নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর বিকেল ৪ টার সময় সিআইডিতে কর্মরত সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, সহকারী পুলিশ সুপার জনাব মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার কাজী বিধান আবিদ এবং সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম উদ্দিন দের কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ও ফুলেল শুভেচছা প্রদান করেন সিআইডি প্রধান, এডিশনাল আইজিপি, মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন পদন্নোতি প্রাপ্ত কর্মকর্তাদের সহধমীগণ এবং সিআইডির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/09/received_1121200112135489.jpeg)