সিএমপি’র পুলিশ কমিশনার কর্তৃক সনাতন সমাজ কল্যান সংঘ পূজা মন্ডপ ও জে এম সেন হল পূজা মন্ডপ পরিদর্শন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর, নগরীর খুলশী থানাধীন লালখান বাজারস্থ সনাতন সমাজ কল্যান সংঘ পূজা মন্ডপ ও কোতোয়ালি থানাধীন জে এম সেন হল পূজা মন্ডপ পরিদর্শন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)। এসময় তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান।

পরিদর্শন কালে সিএমপি কমিশনার পূজা মন্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরী এলাকার ২৬৬ টি স্থানে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আয়োজন করা হয়েছে।

এই ২৬৬ টি পূজা মন্ডপ ঘিরেই সিএমপির নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে নিয়মিত পোষাকি পুলিশ সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটের পুলিশ সদস্যরা ডিউটিতে থাকবে।
এছাড়াও থাকছে গোয়েন্দা পুলিশ সদস্যরা। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়াও সিএমপি কমিশনার নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মন্ডপের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রতিটি মন্ডপ ঘিরেই জাতি ধর্ম নির্বিশেষে একটি শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি মন্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে পৃথক গেইটের ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পরিমাণে ভোলান্টিয়ার রাখা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে মন্ডপের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে হবে।

প্রতিবারের মত চট্টগ্রামবাসী প্রতিটি ধর্মের প্রতিটি উৎসবে যেমন অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করেন, তেমনি এবারেও একটি অসাম্প্রদায়িক চেতনা থেকে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপনে নগরবাসীর সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *