নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতি: উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো: জহিরুল ইসলামের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোক্তার হোসেন এর নেতৃত্বে ডিবি টিম-২১ (দক্ষিণ) এর অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ২৯ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারট্যাক এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: খোকন (২৪) ও আরিফুল ইসলাম (২২) কে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃতরা জানায় যে জব্দকৃত ইয়াবাগুলো বিভিন্ন মাধ্যমে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে খুচরা ও পাইকারীভাবে বিক্রয় করে আসছিল ।