অবয়নগরে শারদীয় দূর্গোৎসবে মন্দির পরিদর্শন করলেন যশোর জেলা প্রশাসক

Uncategorized অন্যান্য

সুমন হোসেন, (যশোর) ঃ
অভয়নগরে শারদীয় দূর্গাপুজার মন্দির পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খাঁন। দূর্গোৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ দত্ত। শনিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার কেন্দ্রীয় নওয়াপাড়া কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন।

এ সময় সফরসঙ্গী হিসাবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার খ-সার্কেল আব্দুল মুকিত সরকার, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাশ রতন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন অধিকারী ব্যাচা, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শামিম হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মিনারা পারভীন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন সহ প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নওয়াপাড়া মডেল কলেজের ইংরেজি অধ্যাপক দেবাশীষ রাহা।

এ সময় বক্তারা বলেন, সারা দেশের ন্যায় দূর্গোৎসব পালনে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে যশোর জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপকভাবে তৎপর রয়েছে। প্রতিটি পূজামন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।

উল্লেখ্য, যশোর জেলার ৮টি উপজেলায় মোট ৭শ’ ২৩টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব পালন করা হচ্ছে।

আজ ১ অক্টোবর মহাষষ্ঠী’র মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসব আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এবং ৫ অক্টোবর বুধবার বিদায় দশমীর মধ্যে দিয়ে শেষ করা হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *