মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো:বিপ্লব বিশ্বাস (বিলো) শ্রমিকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র ক্রয় করেছে। (১০ অক্টোবর) সোমবার সকাল ১১ ঘটিকার সময় নড়াইল নতুন বাস টার্মিনাল কার্যালয় থেকে মনোনয়ন পত্র ক্রয় করার সময় শ্রমিকদের দোয়া ও আশির্বাদ নিয়ে নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল অফিস থেকে এ মনোনয়ন পত্র ক্রয় করেন। সভাপতি পদপ্রার্থী মো:বিপ্লব বিশ্বাস (বিলো) সকলের দোয়া ও আশির্বাদ প্রত্যাশী। এদিকে,আসন্ন নড়াইল জেলা বাস মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ১২৯৫ এর ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সভাপতি পদপ্রার্থী গরিবের বন্ধু অসহায় শ্রমিকদের কান্ডারী,শ্রমিক ইউনিয়নের স্বাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর বিশ্বাসের ভাই মো: বিপ্লব বিশ্বাস বিলোকে সভাপতি পদে আপনাদের মূল্যবাণ ভোট দিয়ে,অসহায় শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে বিপদে আপদে পাসে থেকে সকল শ্রমিকদের দাবি আদায় করার সুযোগ দিন। বিপ্লব বিশ্বাস বিলো জানান,আমি দির্ঘদিন ধরে অসহায় শ্রমিকদের বিপদে আপদে কাঁধে কাধঁ মিলিয়ে চলেছি এবং সব সময় সকল শ্রমিকদের দাবি আদায়ের জন্য এবং শ্রমিক ইউনিয়নকে অনিয়ম দূর্নীতি মূক্ত করার লক্ষে আমার এ পথ চলা বলেও জানান। গত (১৭ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকার সময় নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্তরে মৃত-মো:জাহাঙ্গীর বিশ্বাস,সাদেক হোসেন খান,খায়েরসহ মৃত সকল শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাগফেরত ও দোয়া কামনা এবং সাধারন সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহ্ফিল ও সাধারন সভায় সভাপতিত্ব করেন,ভারপ্রাপ্ত সভাপতি মো:মোফাজ্জেল শিকদার। এসময় বিপ্লব বিশ্বাস বিলো কেন্দ্রীয় বাস টার্মিনালের সার্বিক উন্নয়নে এবং অসহায় গরিব শ্রমিকদের কাঁধে কাধঁ মিলিয়ে ইউনিয়নের উন্নয়ন করার লক্ষে কাজ করছেন এবং
সকল শ্রমিকদের ভালোবাসা,দোয়া ও আশির্বাদ প্রত্যাশী বলেও জানান।
