নিজস্ব প্রতিবেদক ঃ মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই লজ্জাজনক বলে মনে করা হয় এবং অবহেলিত থেকে যায়। কিন্তু মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে আমাদের জীবনের দৈনন্দিন কাজ, মানুষের সাথে সম্পর্ক এবং সমাজে বসবাস করা, সব কিছুতেই ব্যাঘাত ঘটতে পারে।
তাই আমাদের এই কলঙ্ক আর বৈষম্যকে মোকাবেলা করতে হবে – এবং সেই বাধাগুলো ভেঙে ফেলতে হবে যা আমাদের যত্ন ও সাহায্য চাইতে দ্বিধাবোধ করায়। একই সাথে আমাদের স্বাস্থ্য পরিষেবার সক্ষমতা জোরদার করতে হবে যাতে তারা মানসম্পন্ন মানসিক যত্ন ও চিকিৎসা প্রদান করতে পারে।
