নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ২৩ অক্টোবর, সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন আঞ্চলিক পরিবহন কমিটির (মেট্রো আরটিসি) সভা রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ নুরেআলম মিনা বিপিএম (বার) পিপিএম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, বিআরটি এর বিভাগীয় উপ-পরিচালক এ টি এম জালালউদ্দিন, রংপুর সিটি কর্পোরেশন এর প্রতিনিধি, রংপুর জেলা বাস মালিক সমিতির প্রতিনিধি, রংপুর চেম্বার অফ কমার্স এর প্রতিনিধি, রংপুর বাস, ট্রাক শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সড়ক পরিবহণ সেক্টরের শৃঙ্খলা জোরদারকরণ, দুর্ঘটনা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট কমানো, পার্কিং প্লেস নির্ধারণ, রুট পারমিট ও লাইসেন্স দ্রুত পাওয়ার ব্যবস্থা, রাস্তা প্রশস্তকরণ, লক্ষী মোড় থেকে ওয়ালটন মোড় পর্যন্ত বিকল্প রাস্তা তৈরি, অটোরিকশার সংখ্যা নির্ধারণ, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আগত সদস্যবৃন্দ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।