!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৬ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ২ টি দপ্তরে অভিযান পরিচালনা করা সহ ৪ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে !!
নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা জেলার দারুস সালাম থানাধীন কল্যানপুর এলাকার ১১/৪০ নং বাড়ির মালিক তিতাস গ্যাসের কর্মকর্তা/কর্মচারীদের সাথে যোগসাজশের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাসের লাইন চালাচ্ছেন এবং বর্তমানে বিপুল অঙ্কের টাকা বকেয়া রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি টিম রবিবার ২০ নভেম্বর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
টিম এরূপ অবৈধ গ্যাস সংযোগ বিষয়ে
তিতাস গ্যাস (মিরপুর জোন) এর উপমহাব্যবস্থাপকে অবহিত করে এবং তিতাস গ্যাসের প্রকৌশলী-টেকনিশিয়ানকে টিমের সাথে সমন্বয় করে উক্ত স্থান পরিদর্শন করে।
পরিদর্শন কালে গ্যাস রাইজার পরীক্ষা করে এবং বিলের রশিদ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়; ফলশ্রুতিতে দুদকের উপস্থিতিতে উক্ত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেন তিতাসের প্রকৌশলীবৃন্দ ।
উল্লেখ্য যে উক্ত গ্যাস সংযোগ গত জানুয়ারি মাসেও একবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ দ্বারা বিছিন্ন করা হয়।
এরূপ অবৈধ সংযোগ প্রদানে তিতাসের কর্মকর্তা/কর্মচারীদের কেউ জড়িত কিনা তা যাচাই বাছাই ও পর্যালোচনা পূর্বক শীঘ্রই কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।
নাটোর জেলার লালপুর উপজেলার ধুপোইল- আবদুলপুর- লালপুর হয়ে বিলমারিয়া সড়ক পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার উভয়পাশে সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল মোতাবেক কাজ না করে সড়ক সংস্কারে বাতিল ইটের খোয়া ও অন্যান্য নিম্নমানের সামগ্রী ব্যবহারের অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী হতে ৩ সদস্যের এনফোর্সমেন্ট টিম রবিবার ২০ নভেম্বর আরও একটি অভিযান পরিচালনা করে।
টিম সড়ক ও জনপদ বিভাগ নাটোর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলীকে নিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন করে। উপ-বিভাগীয় প্রকৌশলী পরীক্ষার জন্য বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।
টিম উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে প্রকল্প সংশিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।
উক্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে এবং নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন পাওয়ার পর এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৪ টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।