নড়াইলে কমছে খেজুর গাছ,গুড়ে বাড়ছে ভেজাল

Uncategorized বানিজ্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে কমছে খেজুর গাছ,গুড়ে বাড়ছে ভেজাল। নড়াইলে দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা,যে গাছগুলো আছে তাতেও তেমন রস মিলছে না। বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা থাকলেও যোগান নেই। ফলে খেজুরের গুড় তৈরির কাঁচামাল খেজুর রসের সংকট। তাই এ সুযোগে গুড়ে বাড়ছে ভেজাল,আসল গুড়ের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে বর্তমান প্রজন্ম। নড়াইল সদর উপজেলার গোপিকান্তপুরের গাছি মতিন বেগ জানান,তিনি ২০ বছর ধরে খেজুর গাছ কাটেন। বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। তবে গাছের সংখ্যা কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী গুড় উৎপাদন করতে পারছেন না তারা।উপজেলার সরসপুর গ্রামের গাছি রতন দাস জানান, বাজারে খেজুর গুড়ের চাহিদা আছে। এদিকে সিজনের সময়েও আগের মতো রস পাচ্ছেন না তারা,ফলে চাহিদা থাকলেও গুড় উৎপাদন করতে পারছেন না। এলাকায় গাছ অনেক কমে গেছে। যা আছে তাতেও আগের মতো রস হয় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় বলেন,নড়াইলের মাটি খেজুর গাছের জন্য খুবই উপযুক্ত। তবে দিনদিন খেজুর গাছের সংখ্যা কমছে। জেলার তিনটি উপজেলায় কৃষি অফিসের উদ্দ্যোগে জনসাধারণকে খেজুর গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হচ্ছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *