কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জের এক সাংবাদিক কে প্রাণনাশের হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নিকলী এক চাঁদাবাজ কথিত সাংবাদিকের বিরুদ্ধে।
এ ব্যাপারে বুধবার সাংবাদিক মোঃ সোহেল মিয়া বাদী হয়ে চাঁদাবাজ সাংবাদিক শেখ ওবায়েদুল হক কে আসামীর করে বুধবার ২৮ শে ডিসেম্বর নিকলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়,চাঁদাবাজ সাংবাদিক শেখ ওবায়েদুল হক সম্রাট দৈনিক আমাদের সময় পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে ও মোঃ সোহেল মিয়া দৈনিক আজকের পোস্ট পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
অভিযোগের বিবরনের সূত্রে জানা যায়, গত শুক্রবার ২৩ শে ডিসেম্বর তারিখে দৈনিক আজকের পোস্ট নিউজ পোর্টালে নিকলী পুকুরপাড় জামে মসজিদের কমিটির বিরুদ্ধে টাকা আত্মসাতের একটি নিউজ প্রকাশিত হয়। এরই জের ধরে শনিবার ২৪ শে ডিসেম্বর তারিখে রাতে শেখ ওবায়েদুল হক সম্রাট, সাংবাদিক সোহেল মিয়া কে বারবার মুঠোফোনে কল দিয়ে নিউজ ডিলেট করার জন্য টাকা দেওয়ার প্রস্তাব করেন ,সাংবাদিক সোহেল মিয়া তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অনেক ভাবে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে মামলা বাদী সোহেল মিয়া দাবি করে।
এই ব্যাপারে নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন।
