নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে নবগঙ্গা ডিগ্রি কলেজ মাঠে সাম্প্রদায়িকতা,দুর্নীতি, মাদক নয়,বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মের ছাত্র নেতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ এর সাধারণ সম্পাদক, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোঃ তরিকুল ইসলাম এই অনুষ্ঠানের আয়োজন করেন। আলোচনা সভা ও সেমিনারে নবগঙ্গ ডিগ্রি কলেজের সভাপতি জেলা আওয়ামী-লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল বাসার ডলার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সুবাস চন্দ্র বোস,প্রধান আলোচক লোহাগড়া সরকারি আদর্শ কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহিম,মুল প্রবন্ধ উপস্থাপন আয়োজক এডভোকেট শেখ মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি,নবগঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইলিয়াস সরদার,মানবিক সংগঠন নিসরাপ সভাপতি কবি সৈয়দ খায়রুল আলম,সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন,দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মো নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন,নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলীম শেখ। তরুণ প্রজন্মের ছাত্র নেতা তরিকুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস দুর্নীতি সাম্প্রদায়িকতা এবং মাদকমুক্ত বাংলাদেশ এবং গুনগত রাজনৈতিক নেতৃত্ব গড়তে বিভিন্ন ক্যাটাগরিতে এই অনুষ্ঠান পরিচালনা করবেন বলে জানান,তরুণ প্রজন্মের ছাত্র নেতা এডভোকেট শেখ মোঃ তরিকুল ইসলাম। দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী সাধারণ মানুষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
