বায়োস্কোপ অরিজিনাল ‘কাবাডি’তে ডিপজল

Uncategorized বিনোদন


বিনোদন প্রতিবেদক ঃ
দীর্ঘ বিরতীর পর দর্শকদের জমিয়ে আনন্দ দিতে বায়োস্কোপ অরিজিনাল ওয়েব সিরিজ ‘কাবাডি’ নিয়ে প্রথমবারের মতো ওটিটি’তে আসছেন ডিপজল।

সেই আগের মতো তেজস্বী রূপে, মজার সব সংলাপ নিয়ে হাজির দর্শকদের সামনে হাজির হবেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে দর্শকরা উপভোগ করতে পারবেন নতুন ডিপজলকে।

এ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধুকে নিয়ে। জামান শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিন আহমেদ – এ চার বন্ধু উদ্যোক্তা হওয়ার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়।

এরপর ঘটনার পরিক্রমনায়, তারা জ্যাকপট লাভ করে। এরপর তাদের সাথে দেখা হয় মিশা সওদাগর ও ডিপজলের। শুরু হয় সোনার হরিণের খোঁজে তাদের অসম্ভব যাত্রা।

ওয়েব সিরিজটির গল্পকে আরও জমিয়ে দিতে ‘কাবাডি’তে আরও অভিনয় করেছেন ইন্টারনেট সেনসেশন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু।

রুবায়েত মাহমুদের পরিচালনায় সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারি। এ সম্পর্কে আরও জানতে ঘুরে আসুন বায়োস্কোপে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *