নিজস্ব প্রতিনিধি ঃ বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে পাহাড়ি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সদস্য নিহত হয়েছে এবং অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলের বিভিন্ন পাড়ার বাসিন্দারা।
গত রাতে পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ার ৪০ জন উপজাতি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে রুমা উপজেলা সদরে চলে আসেন।
পরে উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে আশ্রয় দেওয়া হয়। কেএনএফ সদস্যরা সেনাবাহিনীর সাথে পেরে না উঠে স্হানীয় মারমা সম্প্রদায়ের উপর চড়াও হচ্ছে বলে জানিয়েছে তারা।
