নিজস্ব প্রতিনিধি : রবিবার ৫ ফেব্রুয়ারি, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর রানীর বাজারসহ বিভিন্ন এলাকার গ্যাস সিলিন্ডার, চিনিসহ নিত্যপণ্যের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তা সাধারণদের সচেতন করতে হ্যান্ড মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হয়।
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদারকি অভিযানে জেলা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।
