নিজস্ব প্রতিবেদক : খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে ২২ ফেব্রুয়ারি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয়, রংপুরের উদ্যোগে কুড়িগ্রাম জেলার নাগেশ^রী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ২টি ওজন ও পরিমাপ যন্ত্র ব্যাবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ৩২(১) ধারায় মেসার্স মাইমুন ট্রেডার্স (স্ক্রু, তার কাটা, টিনের দোকান), বাজার রোড, নাগেশ্বরী, কুড়িগ্রাম কে ১০,০০০ জরিমানা করা হয়।
পাশাপাশি ২ টি প্রতিষ্ঠানকে ভেরিফিকেশন সনদ গ্রহণ করে ব্যাবসা পরিচালনার জন্য বলা হয়েছে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন আহমেদ সাদাত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি), নাগেশ্বরী, কুড়িগ্রাম।
প্রসিকিউটর ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও
জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।