সেনাপ্রধানের সাথে ওয়ার্ল্ড একোয়াটিকস্ এর প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

Uncategorized আন্তর্জাতিক


নিজস্ব প্রতিবেদক : শুক্রবার ৩ মার্চ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে ওয়ার্ল্ড একোয়াটিকস্ এর সম্মানিত প্রেসিডেন্ট এবং অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মহাপরিচালক Mr. Husain A H Z Almusallam এবং আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট Mr. Vinod Kumar Tiwari এক সৌজন্য সাক্ষাৎ কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।
উক্ত সৌজন্য সাক্ষাতে একোয়াটিকস্ ও কাবাডির বর্তমান ও ভবিষ্যৎ এর বিভিন্ন দিক ও জনপ্রিয়তা বৃদ্ধি বিষয়ক আলোচনা করা হয়।

বাংলাদেশের একোয়াটিকস্ ও কাবাডি খেলোয়াড়দের মান বৃদ্ধি করে আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম অর্জনের বিষয়ে সভাপতি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আগত অতিথিদের সাথে বিশদভাবে আলোচনা করেন। এছাড়াও এশিয়ান অলিম্পিক বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অলিম্পিক কাউ›িসল অব এশিয়াকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
সভাপতি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আশাবাদ ব্যক্ত করেন আগামী দিনগুলিতেও প্রেসিডেন্টদ্বয় স্বস্ব ক্ষেত্রে বাংলাদেশের জন্য তাদের সহায়তা বজায় রাখবেন।
(তথ্য সূত্র : আইএসপিআর)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *