নিজস্ব প্রতিনিধি : খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বৃহস্পতিবার ৯ মার্চ জেলা প্রশাসন, রংপুর ও বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যলয়ের উদ্যোগে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট ইকোটেক ল্যাবরেটরীজ, গোদাশিমলা, মাহিগঞ্জ,সদর, রংপুর প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) এর অনুমোদন ব্যতীত অবৈধভাবে বিএসটিআই এর লগো ব্যবহার করে ইকো টেস্টিলাইম লেমন ফ্লেভার সফট ড্রিংকস্ পাউডার উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়-বিতরণ করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন-২০১৮ এর ১৫ ধারায় অভিযোগ দায়ের করলে আদালত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৩ ধারায় অপরাধ আমলে নিয়ে ৫,০০০ টাকা জরিমানা করেন ।
উক্ত মোবাইল কোর্টি পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।
প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম), খন্দকার জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ হাফিজুর রহমান,পরিদর্শক (মেট), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।