পিংকি জাহানারা : খুলনা মহানগরীর সাত রাস্তা মোড়স্থ বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে বৃহস্পতিবার ৯ মার্চ বেলা ১২ টায় খুলনায় কর্মরত সাংবাদিকদের সাথে বিএমএ, বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ এর কার্যকরী পরিষদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের সামনে চিকিৎসকদের কর্মবিরতি ও দাবি উপস্থাপন করে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের ডাঃ শেখ বাহারুল আলম জানান,, গত ২৫ ফেব্রুয়ারী, খুলনা মহানগরীর শেখ পাড়ায় অবস্থিত হক নার্সিং হোমে অপারেশন চলা কালীন হামলা করে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শেখ নিশাত আব্দুল্লাহ’র ওপর।তাকে শারিরীকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত করে এবং তাকে হত্যা করার চেষ্টা করা হয়।
এর প্রতিবাদে খুলনায় চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেন। এবং কর্মবিরতির ঘোষণা দেন।
রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে পরবর্তীতে আমরা কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত ঘোষণা করি।
কিন্তু চিকিৎসকের ওপর হামলাকারীকে এখনো বিচারে সোপর্দ করা হয় নি।তাই
চিকিৎসকের ওপর হামলাকারীকে যদি দ্রুত বিচারে সোপর্দ করা না হয় তাহলে পুনরায় কর্মবিরতি না, কোনো চিকিৎসক কর্মস্থলে যাবে না বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম।