বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ বরিশাল নগর পুলিশের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ অফিসার কর্তৃক পরিদর্শন কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার ১৬ মার্চ, কাউনিয়া থানাধীন কাগাসূরা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা।

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন কালে তিনি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে কোমলমতি শিশুদেরকে সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলাই এই চলমান কার্যক্রমের উদ্দেশ্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট বিট অফিসার ও কোমলমতি শিক্ষার্থীগণ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *