নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বুধবার ১৫ মার্চ, বিকেল ৪ টার সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে আর্থিক ব্যবস্থাপনায় নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মূলত আসন্ন রমজান এবং নির্বাচনকে সামনে রেখে যে অস্বাভাবিক ব্যাংক লেনদেনকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, জঙ্গি হামলা প্রতিরোধ বা প্রতিহত করার পূর্ব প্রস্তুতি হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং ব্যাংক কর্মকর্তাদের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম। এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি/সদরদপ্তর ও প্রশাসন অতিরিক্ত দায়িত্বে) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, ব্যাংকার্স এসোসিয়েশনের সেক্রেটারি মোঃ এহসানুল কবির সহ অন্যান্য ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই পুলিশ কমিশনার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। এরপর তিনি রংপুর মহানগরী এলাকায় ৪৪টি ব্যাংকের যে ৬০টি শাখা আছে, সেগুলো রংপুর মহানগর এলাকার আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেজন্য সকল ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
বৈঠকে পুলিশি কার্যক্রমের সাথে ব্যাংকের সমন্বয় করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাসমূহ রোধকল্পে যেসব বিষয় আলোচনা হয় তা হল ব্যাংক ভবনগুলোর নিরাপত্তায় নিরাপত্তা প্রহরী নিশ্চিত করা, ব্যাংকের ভিতরে লেনদেন সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা এবং সর্বোপরি অনলাইন ব্যাংকিং সিস্টেমকে সুরক্ষার আওতায় নিয়ে আসার প্রস্তাব রাখেন।
পরবর্তীতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।