রাজশাহীতে এন্টি টেররিজম ইউনিট কর্তৃক দুই দিন মেয়াদি “কন্ট্রেইং এন্ড ভায়োলেট এক্সট্রামিজম” শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ গত ১৯ ও ২০ মার্চ ২০২৩ খ্রি. এন্টি টেররিজম ইউনিটের উদ্যোগে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর আয়োজনে রাজশাহী জেলা, আরএমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ও ২১ ও ২২ মার্চ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁর আয়োজনে জয়পুরহাট ও নওগাঁ জেলার প্রতিটি থানার কমপক্ষে একজন সাব ইন্সপেক্টর/ ইন্সপেক্টর পদমর্যাদার মোট ষাটজন কর্মকর্তাকে অভিন্ন মডিউলে দুই দিন মেয়াদি “কন্ট্রেইং এন্ড ভায়োলেট এক্সট্রামিজম” শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

অভিন্ন মডিউলের এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিট এর অ্যাডিশনাল ডিআইজি (সিলেট বিভাগ) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, পুলিশ সুপার (ট্রেনিং) মোছা: শিরিন আক্তার জাহান ও অ্যাডিশনাল এসপি (রাজশাহী বিভাগ) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

প্রশিক্ষণ সমন্বয় ও সার্বিক সহযোগিতা প্রদান করেছেন কম্যান্ডান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ আ স ম শামসুর রহমান ভূঁইয়া এবং কম্যান্ডান্ট, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী তারিকুল ইসলাম।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *