রাজউক, মেসার্স নাদিয়া ট্রেডার্সের প্রপাইটর ও তিতাস গ্যাসের কিশোরগঞ্জের ম্যানেজারের বিরুদ্ধে দুদকের অভিযান

Uncategorized আইন ও আদালত


!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৬ টি অভিযোগের বিষয়ে ৩টি দপ্তরে অভিযান পরিচালনা করা সহ ৩ টি দপ্তরে পত্র প্রেরণ করেছে !!



নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নিয়ম ভঙ্গ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং উত্তর যাত্রাবাড়ী, ঢাকা’তে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা কালে টিম সংশ্লিষ্ট ভবন এলাকায় গিয়ে পরিদর্শন করে। এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা’র পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রন-১) সহ সংশ্লিষ্ট ইমারত পরিদর্শক ও অথরাইজড কর্মকর্তাদের সাথে টিম কথা বলে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করে।রেকর্ডপত্র বিশ্লেষণে অভিযোগের আপাত সত্যতা পাওয়া যায়নি।


মেসার্স নাদিয়া ট্রেডার্সের প্রপাইটার এর বিরুদ্ধে হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের নিকট হতে গৃহীত জামানতের টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, নোয়াখালী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য পর্যালোচনা করা হয়।

সিভিল সার্জন অফিস থেকে তালিকা সংগ্রহপূর্বক টিম দৈবচয়ন ভিত্তিকে কয়েকজন নিয়োগপ্রাপ্ত আউটসোর্সিং কর্মচারীর সাথে কথা বলে জানতে পারে অভিযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের কাছে কোন জামানত গ্রহণ করেনি।

জামানত আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়নি যদিও চাকরি দেওয়ার নামে কিছু টাকা নিয়েছেন মর্মে অভিযোগকারীর নিকট জানা যায়।


তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রবিউশন কোম্পানি লিমিটেড কিশোরগঞ্জেট ম্যানেজারের বিরুদ্ধে মোটা অংকের ঘুষের বিনিময়ে রেস্টুরেন্টে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়,কিশোরগঞ্জ হতে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতিতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট পানসি হোটেল এন্ড রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়। সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও গ্যাস সংযোগের স্থান রেকর্ড করা হয়।অভিযানকালে গ্যাস ব্যবহারে অনিয়ম খুঁজে পাওয়ায় অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *