কুমিল্লা প্রতিনিধি ঃ সোমবার ১০ এপ্রিল বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কুমিল্লা জেলা অফিসের উদ্দ্যোগে কুমিল্লা আদর্শ সদরের বিভিন্ন স্থানে ওজন ও পরিমাপে কারচুপি রোধে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে
ফুলকুড়ি সুইটস এন্ড বেকারী, শাসনগাছা রেল গেইট, কুমিল্লা, প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য ফার্মেন্টেড মিল্কস এর পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেয়া হয়।
ডেইলি শপিং, পুলিশ লাইন, জেলখানা রোড, আদর্শ সদর, কুমিল্লা ; প্রতিষ্ঠানটির ডিজিটাল ওজন যন্ত্রের পরিমাপে সঠিকতা পাওয়া যায় এবং বিভিন্ন পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেয়া হয়। বাংলা ফুড, হাজী মার্কেট, পুলিশ লাইন, কুমিল্লা ; প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের (মধু, ধনিয়া গুড়া, ঘি) মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেয়া হয়।
কানু বিউটি শিল্পালয়, দিগাম্বরী তলা, কুমিল্লা এর ডিজিটাল ওজন যন্ত্রের পরিমাপে সঠিকতা পাওয়া যায় এবং পরিমাপে মেট্রিক পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।
এলাহী ভরসা শিল্পালয়, দিগাম্বরী তলা, কুমিল্লা এর ডিজিটাল ওজন যন্ত্রের পরিমাপে সঠিকতা পাওয়া যায় এবং পরিমাপে মেট্রিক পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।
মাতৃ শিল্পালয় এন্ড জুয়েলার্স, দিগাম্বরীতলা, কুমিল্লা এর ডিজিটাল ওজন যন্ত্রের পরিমাপে সঠিকতা পাওয়া যায় এবং পরিমাপে মেট্রিক পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।
উক্ত অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কুমিল্লা জেলা অফিসের কর্মকর্তা পূজন কর্মকার, সহকারী পরিচালক (মেট্রোলজি), মোহাম্মদ আনিছুর রহমান, সহকারী পরিচালক (মেট্রোলজি) ও আরিফ উদ্দিন প্রিয়,পরিদর্শক (মেট্রোলজি)।