দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার সারের দাম বাড়াতে বাধ্য হয়েছে———–কৃষিমন্ত্রী

Uncategorized অর্থনীতি জাতীয় বানিজ্য

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার সারের দাম বাড়াতে বাধ্য হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার ১১ এপ্রিল সচিবালয়ে নিজ দফতরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেছেন।


বিজ্ঞাপন

ড. আব্দুর রাজ্জাক বলেন, দাম বাড়ানোর কারণে কৃষকের ওপর চাপ পড়বে, তবে উৎপাদন কমবে না। আমরা চাইব বীজ দিয়ে বা অন্য কোনোভাবে কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে।

কৃষিমন্ত্রী আরও বলেন, তবে দাম যতটা বেড়েছে এটাও বৈশ্বিক পর্যায়ের তুলনায় বাড়েনি। এখনও সরকারকে সারে বিপুল পরিমাণ টাকা ভর্তুকি দিতে হবে। তবে বিশ্ব বাজারে দাম কমে এলে সারের দাম সমন্বয় করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *