নিজস্ব প্রতিনিধি : এবারের নিরাপত্তা মহড়ায় সিটিটিসির ৩টি ইউনিট সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট এবং কে-৯ অংশগ্রহণ করে।দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের মহড়ায় দুই রোবটের পাশাপাশি টোটাল কনটেইনমেন্ট ভেসেল (টিসিভি) ব্যবহার করা হয়।
মহড়াকালে সোয়াট সদস্যরা সেখানে ডার্টি বোমার উপস্থিতি বুঝতে পারে। পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিটের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাপ্ত বোমটি বেশ শক্তিশালী হওয়ায় ও ঘটনাস্থলে ধ্বংস করলে জান মালের ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকায় টিম উক্ত আইইডি রোবটের মাধ্যমে টিসিভিতে নিয়ে নিরাপদ দূরত্বে নিষ্ক্রিয় করে।
অভিযানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন টিসিভি ব্যবহার করা হয়। যা যেকোনো ধরনের সিবিআরএন পদার্থ নিরাপদে বহন করতে সক্ষম। তাছাড়া যে বোম সুইট ব্যবহার করা হয় তা সর্বশেষ প্রযুক্তি সম্পূর্ণ। সম্পূর্ণ বোম অপারেশনটি সোআর্ম রোবটের মাধ্যমে রিমোটলি পরিচালনা করা হয়। যা দেশের ইতিহাসে এই প্রথম।
সবশেষে কে-৯ এর একটি টিম ঘটনাস্থল সুইপিং করে এবং আরো একটি আইইডির সন্ধান পায়। যা পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট রোবটের মাধ্যমে নিষ্ক্রিয় করে। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)