নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) : উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের রাজনীতি দেখিয়েছেন তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
সোমবার ১ এপ্রিল সন্ধ্যায় মালয়শিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা এম আর জামিল হোসাইন শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
এসময় তার সাথে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন রাজিব, সদস্য আফজাল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামিল হোসাইন বলেন, বাগেরহাট-৪ আসনে তিনি নৌকার একজন মনোনয়ন প্রত্যাশি। তবে তার দল যাকে যৌগ্য মনে করে মনোনয়ন দিবে তার পক্ষেই তিনি কাজ করবেন। তিনি কোন প্রকার গ্রুপিংয়ের রাজনীতি করবেন না বলে জানান।
মতবিনিময়কালে শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি বাবুল দাস, শেখ মোহাম্মদ আলীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।