নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গুণগত মান সনদ গ্রহণ ব্যাতিত ক্লে-ব্রিকস ( ইট) পণ্যটির উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে অদ্য ২২-০৬-২৩ তারিখে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বিভিন্ন ইট ভাটায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নিম্নোক্ত প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স না থাকায় নিয়মিত মামলা দায়েরের উদেশ্যে পণ্য জব্দ ও তথ্য সংগ্রহ করা হয়েছে।
পাশাপাশি নিম্নোক্ত প্রতিষ্ঠান সমুহকে ৩ দিনের মধ্যে অবশ্যই আবেদন দাখিল করতে পরামর্শ দেয়া হয়েছে, এর মধ্যে এইচ এন ব্রিকস-HNB সুপুয়া, সদর, দিনাজপুর, এসডি ব্রিকস -SDB আজিমপুর,বেলতলী,সিঙ্গুল,বিরল, দিনাজপুর, জনতা ব্রিকস -JBM রাজুরিয়া, বিরল,দিনাজপুর, এসকে ব্রিকস-SKB রায়পুর,কাহারোল,দিনাজপুর, এসটি ব্রিকস -STB সুলতানপুর,কাহারোল,দিনাজপুর, এএস ব্রিকস -ASB মোহাম্মদপুর (সাইনবোর্ড), কাহারোল,দিনাজপুর, আবরার ব্রিকস- A*B মোহাম্মদপুর, কাহারোল,দিনাজপুর, এএস ব্রিকস -ASB মোহাম্মদপুর (সাইনবোর্ড), কাহারোল, দিনাজপুর, মা ব্রিকস- MBM খানসামা রোড,বীরগঞ্জ, দিনাজপুর, এম এ ব্রিকস-MAB গোবিন্দনগর, সদর, ঠাকুরগাঁও, এএম ব্রিকস -AMB আকচা,সদর,ঠাকুরগাঁও, এম জে বি ব্রিকস -MJB দেওড়ীপাড়া, আকচা, সদর, ঠাকুরগাঁও, নীড় ব্রিকস -নীড়, আকচা, সদর,ঠাকুরগাঁও, এসএমবি ব্রিকস -SMB কাজীপাড়া, আকচা, সদর, ঠাকুরগাঁও, ঘর ব্রিকস-ঘর মোহাম্মদপুর, সদর,ঠাকুরগাঁও, বাড়ী ব্রিকস-বাড়ী নিমবাড়ী, আকচা, সদর, ঠাকুরগাও, এম.এ এন্টারপ্রাইজ -২ -MAB উত্তর ঠাকুরগাঁও, বকশের হাট,সদর, ঠাকুরগাঁও, এম.এ এন্টারপ্রাইজ -৩-MAB দক্ষিণ ঠাকুরগাঁও, সদর,ঠাকুরগাঁও, এস আই টি ব্রিকস -SIT উত্তর ঠাকুরগাঁও, ঠাকুরের ঘাট,সদর,ঠাকুরগাঁও, সুপ্রিয় ব্রিকস -সুপ্রিয় দক্ষিণ ফঠিনা,ফাড়াবাড়ি,আকচা, সদর,ঠাকুরগাঁও, এস এস ব্রিকস -SSB, পন্ডিতপাড়া, ফাড়াবাড়ি হাট,সদর, ঠাকুরগাঁও, কে এস বি ব্রিকস-KSB বদেশ্বরী,খড়িবাড়ী, সদর, ঠাকুরগাঁও, কে এম বি ব্রিকস -KMB ইয়াকুবপুর,বরুনাগাও,সদর,ঠাকুরগাঁও, এস কে ব্রিকস-৩ -S*K ফাড়াবাড়ী, আকচা, সদর, ঠাকুরগাঁও, এইচ কে বি ব্রিকস -HKB সরদারপাড়া,দক্ষিণ বটিনা, সদর, ঠাকুরগাঁও, শামা ব্রিকস -শামা আকচা, সদর, ঠাকুরগাঁও, দিলশাদ হাসপাতাল মোড়, সদর, দিনাজপুর, আর ইউ এস ব্রিকস -S*k ইয়াকুবপুর, সালন্দর, সদর, ঠাকুরগাঁও, এস কে ব্রিকস-২-S*K চৌরঙ্গী বাজার, সদর,দিনাজপুর, এম জে বি ব্রিকস -MJB কালুক্ষেত্র, দক্ষিণ আকচা,সদর,দিনাজপুর, জেড এম বি ব্রিকস -ZMB গুদুরীবাজার, সদর, ঠাকুরগাঁও, মা ব্রিকস -মা জগ্ননাথপুর, বাহাদুরপাড়া,সদর,ঠাকুরগাঁও, এবি ব্রিকস-A*B জগ্ননাথপুর, বাহাদুরপাড়া,সদর, ঠাকুরগাঁও, এম আর বি ব্রিকস -MRB জগ্ননাথপুর, পীড়বাড়ী, সদর, ঠাকুরগাঁও এবং এম বি ব্রিকস-M*B জগ্ননাথপুর, বাহাদুরপাড়া,সদর, ঠাকুরগাঁও উল্লেখযোগ্য।
উক্ত অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের মোঃ জাহিদুর রহমান , সহকারী পরিচালক ( সিএম), জুনায়েদ আহমেদ , ফিল্ড অফিসার ( সিএম) এবং ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) ।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।