গোপালগঞ্জ দুদকের উপ-পরিচালক সিফাত উদ্দিনের নাম,পদবী ও ছবি ব্যাবহার করে ব্লাকমেইল ও চাঁদাবাজির দায়ে রেজওয়ান গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় ঢাকা রাজধানী

ভুয়া দুদক কর্মকর্তা পরিচয়ে অপকর্মের দায়ে প্রতারক রেজওয়ান গ্রেফতার।মো: সাইফুর রশিদ চৌধুরী :   সিফাত উদ্দিন, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ জেলা কার্যালয় এর নাম, পদবী, ছবি ও অজ্ঞাত মোবাইল নাম্বার ব্যবহার করে এক/একাধিক ব্যক্তি/একটি চক্র তার নামে ফেইক হোয়াটসঅ্যাপ, ফেইসবুক, সিগনাল, ইনস্টাগ্রাম সহ অন্যান্য অনলাইন আইডি খুলে তার পেশাগত পরিচয় ব্যবহারপূর্বক প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন ব্যক্তিকে কল করে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে বিকাশ, নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এবং ক্যাশে টাকা আদায় ও অন্যান্য অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিলো।


বিজ্ঞাপন

অনুমতি ব্যতীত পরিচয় ও ছবি ব্যবহারপূর্বক, ছদ্মবেশ ধারন করে, মিথ্যা তথ্য প্রকাশ করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুন্ন করায়  সিফাত উদ্দিন গতকাল  রমনা মডেল থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ একটি এজাহার দায়ের করলে তৎপ্রেক্ষিতে  মো:রেজওয়ান, বয়স- ৪০, স্থায়ী ঠিকানা: পীরগঞ্জ, রংপুর কে আজ আমতলা, মিরপুর, ঢাকা থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *