সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করছেন ভুক্তভোগী কায়সার হামিদ ।
নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জ ঘাটারচর তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ফারুক ও তার বাহিনী কর্তৃক ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ , চাদা না দেওয়ায় জামি দখলের পায়তারা ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কায়সার হামিদ।
উক্র সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কায়সার হামিদ , সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে পাঠকৃত লিখিত বক্তব্য হুবহু তুলে ধরা হলো,
“”আমি কায়সার হামিদ আমাকে হয়তো অনেকেই চেনেন এবং জানেন অতীব পরিতাবের বিষয় আমি এভাবে আপনাদের সম্মুখিন হবো এটা আশাকরি নি। আমি আমার অনেক দিনের স্বপ্ন “লাভ ফুডবল একাডেমি” নামে একটি ফুটবাল প্রশিক্ষণ একাডেমি নির্মাণ কল্পে ঢাকার অদূরে ঘাটারচর, তারানগর ইউনিয়ন কেরাণীগঞ্জ, ঢাকায় ইচ্ছা পোষণ করি।অতপর ভূমি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সহকারী কমিশনার ভূমি ও সার্ভেয়ারের মৌখিক নির্দেশক্রমে নিজ নামীয় জমি এবং ঘাটারচর প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারণ করিতে গেলে স্থানীয় কতিপয় সন্ত্রাসী বেষ্টিত হওয়া উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ফারুক এবং চিহ্নিত সন্ত্রাসী এজাজুল হক রিপনের নেতৃত্বে স্থানীয় বখাটে ও সন্ত্রাসী আলেক চান, কবির ও বিল্লালসহ আরও ১৫/২০ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া আমার জমিতে অবৈধ অনুপ্রবেশ করিয়া সীমানা নির্ধারণে বাধা প্রদান করে এবং আমার সঙ্গীয় লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল ও জীবন নাসের হুমকি দিতে থাকে, এক পর্যায়ে আমাদের লাঞ্ছিত করা হইলে আমরা স্থানীয় থানা প্রশাসনের সহযোগিতায় উক্ত স্থান ত্যাগ করি। পরবর্তীতে থানা একটি সাধারণ ডাইরী করি যাহার নং-৬১৩ (তারিং-১০/০৭/২০২৩ ই) আমরা আইনের আশ্রয় নিলে এবং থানা কর্তৃক সাধারণ ডায়রীর তদন্ত শুরু হইলে উক্ত সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে যোগাযোগ করিয়া আমার নিকট ৫০ আখ টাকা চাঁদা দাবী করে এবং বলে যে, সব কিছুই স্থানীয় চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক সমাধান করিয়া দিবে। এই বলিয়া সময় ক্ষেপন করতে থাকে। পরবর্তীতে ১২ জুলাই ২০২৩ তারিখে উক্ত ইউপি চেয়ারম্যান এবং এজাজুল হক রিপনের নেতৃত্বে একটি অসত্য বানোয়াট তথ্য উপস্থাপন করে জমির বিরুদ্ধে মানববন্ধন করেন।এমতাবস্থায়, আমি এবং আমার স্থানীয় থানায় যোগাযোগ করিলে থানা পুলিশ আমাদের জমির মালিকানা এবং সঠিক ঘটনা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকলকে জানানোর পরামর্শ দেন এবং পরবর্তীতে আইনের সহায়তা দিবে বলে আমাদের স্থানীয় থানার অফিসার ইনচার্জ আশ্বস্ত করেন। তাই আজকের সাংবাদিক সম্মেলন ও আপনাদের মাধ্যমে সঠিক তথ্য ঘটনা প্রচারের বিনীত অনুরোধ করছি “”