নিজস্ব প্রতিবেদক : ঢাকা, বৃহস্পতিবার, ৩ আগস্ট, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বর্তমান সরকার শুধু ইয়েস শুনতে চায়। তারা গঠনমূলক সমালোচনাও সহ্য করতে পারে না। এ কারনেই, চিকিৎসক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারসহ সকল পেশাজীবী সংগঠনের নেতৃত্বে তাদের নিজেদের লোক নিয়োগ করতে চায়। সেজন্যই দেশের প্রকৃত সত্য বা বাস্তবতা বুঝতে পারে না সরকার। এতে দেশ ও মানুষের কল্যাণে নেয়া উদ্যোগ বাঁধাগ্রস্থ হয়। পেশাজীবী সংগঠনের নেতৃত্বে নিজস্ব লোক নিয়োগ করলে সরকারের উপকার হয় না, এটাও সরকার বুঝতে চায় না।
গতকাল বৃহস্পতিবার ৩ আগস্ট, দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন এ্যাশ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সালমা হোসেন এ্যাশকে আভিনন্দন জানিয়ে দেয়া বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, পেশাজীবি সংগঠনগুলো করা হয় একটি উদ্দেশ্য থেকে। যেমন কখন কোন পণ্য আমদানী করতে হবে, কোন পণ্যের কত দাম হবে এবং ব্যবসায়ীরা কি পরিমান ব্যবসা করবে তা নির্ধারণে বানিজ্য মন্ত্রনালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেক্ষেত্রে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো হেল্পিংহ্যান্ড হিসেবে সহায়তা করতে পারে। এভাবে প্রতিটি সেক্টরের পেশাজীবী সংগঠনগুলো সরকারের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে সহায়তা করতে পারে। সকল ব্যবসায়ী সংগঠন থেকে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে পারে। আবার সরকার ইচ্ছে করলে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দের সাথেও আলোচনা করতে পারে। এতে সরকার প্রয়োজনীয় পণ্য আমদানীতে কর নির্ধারণ করা হবে বা কোন পণ্যে কর নির্ধারণ করা হবে না তা সিদ্ধান্ত নিতে সহজ হয়।
কোন পণ্যে কর ছাড় দিলে জনগণ উপকৃত হবে তা সরকার বুঝতে পারে। পেশাজীবি সংগঠনগুলোতে কোন দল বা কোন মতের লোক নির্বাচিত হবে এটা গুরুত্বপূর্ণ নয়। এখন পেশাজীবী সংগঠনের নেতৃত্বেও দলীয়করণ করা হচ্ছে। দলের প্রতি আনুগত্য ভুলে পেশাজীবী সংগঠনের নেতাদের আলোচনা করতে হবে সরকারের সাথে। সকল পেশাজীবী সংগঠন তৈরী করা হয় জনগণের কল্যাণের জন্য। পেশাজীবী সংগঠনের নেতারা নিরপেক্ষ ভাবে ভূমিকা রাখতে পারছে না। কারণ, সরকার সকল পেশাজীবী সংগঠন দলীয়কণের মাধ্যমে নষ্ট করেছে। এখন সরকার যা বলছে, পেশাজীবী সংগঠনগুলো ইয়েস স্যার বলছে।
জনগণের কথা চিন্তা না করে সরকারকে সমর্থন দিতেই ব্যস্ত হয়ে থাকে। অথচ, সরকারকে সঠিক পথে রাখতেই এই সংগঠনগুলো সৃষ্টি হয়েছিলো। এখন বাজার অস্থির, নিত্যপণ্যের অভাব, ব্যবসায়ীরা বেশি মুনাফা করছে কিন্তু সরকার তা সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সবাই সরকারের পক্ষে কথা বলেন, সবাই ইয়েস স্যার বলতেই ব্যস্ত। এবার, এফবিসিসিআই নির্বাচনের সুযোগ দেয়া হয়েছে, এটাকে সরকারের স্বার্থেই সম্পূর্ণ স্বাধীন করে দেয়া উচিত। এসময় এফবিসিসিআই এর বিজয়ী পরিচালক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন এ্যাশকে অভিনন্দন জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। এফবিসিসিআই নির্বাচনে এত প্রতিকূলতার মাঝেও সালমা হোসেন এ্যাশ এর এই বিজয় নিঃসন্দেহে গৌরবোজ্জল। তিনি সালমা হোসেন এর উজ্জল ভবিষ্যত কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছে, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গৌরবোজ্জল ভূমিকা রাখবে। জাতীয় পার্টির পথচলা কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।
জাতীয় পাটির চেয়ারম্যান এর কার্যালয়ে জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান মিসেস সালমা হোসেন এ্যশ এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন – জাতীয় পার্টির কো – চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
উপস্থিত ছিলেন -প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু,এ্যড মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান এর উপদেষ্টা মোঃ সেলিম উদ্দিন, মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস-চেয়ারম্যান আমির উদ্দিন আহমেদ ডালু, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া,মুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক -২ এম এ রাজ্জাক খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন,যুগ্ম সম্পাদক সুজন দে,মাশুকুর রহমান,মীর সামসুল আলম লিপ্টন,সাহনাজ পারভীন, কেন্দ্রীয় নেতা শফিকুল আজম মুকুল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।