নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু কন্যা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ৪ আগস্ট, শুক্রবার সকাল ১১টায় কলাবাগান ক্রিড়াচক্র মাঠে মশকের লার্ভা ধ্বংস, ফগার মেশিন দিয়ে মশকনিধন এবং পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি সারাদেশে পালন করার আহবান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী, পরিচালক, ড. এম এ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্র, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপন, আব্দুল আলীম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, কাজী মোয়াজ্জেম হোসেন, অ্যাড. কাজী শাহানারা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি কামরুল হাসান রিপন, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রতিবন্ধী উন্নয়ন সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈমসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিপুলসংখ্যক নেতাকর্মী।