জালকাঠি জেলা ডিবি পুলিশের হাতে নেশা জাতীয় ইনজেকশন সহ গ্রেফতারকৃত ২ মাদক ব্যাবসায়ী
নিজস্ব প্রতিনিধি : গত ২৩ আগস্ট, মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পুলিশ সুপার, ঝালকাঠি’র সঠিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনিরুজ্জামান, ওসি ডিবি এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বিশেষ এক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে ঝালকাঠি পৌরসভাধীন পার কিফাইতপুর সাকিনস্থ গাবখান টোল প্লাজা সংলগ্ন ঝালকাঠি টু পিরোজপুরগামী মহা সড়কের দক্ষিন পাশে থেকে ১০ (দশ) পিস কাঁচের অ্যাম্পলে রক্ষিত ন্যালবুফিন হাইড্রো ক্লোরাইড মিশ্রিত Nalbun 2 inj 2 M.L ইনজেকশন, ২০ (বিশ) পিচ কাঁচের অ্যাম্পলে প্রোমিথায়াইন হাইড্রো ক্লোরাইড মিশ্রিত PHENEREX INJ-2M.L, ইনজেকশন, ১০(দশ) পিস কাঁচের অ্যাম্পলে রক্ষিত ডায়াজিপাম মিশ্রিত ‘ Easium Diazepam 10mg inj-2M.L ইনজেকশন সহ সর্বমোট ৪০ (চল্লিশ) পিস নেশাজাতীয় ইনজেকশন সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ সুমন হাওলাদার (২৩), পিতা- মৃত আবুল কালাম হাওলাদার, মাতা- জাহানারা বেগম, সাং- ধাওয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর, এবং মোঃ রাকিব হাওলাদার (২৫), পিতা- মজিবর হাওলাদার, মাতা- রীনা বেগম, সাং- আগরবাড়ি, উভয় থানা ও জেলা- ঝালকাঠি।
গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম চলমান।