ডেস্ক রিপোর্ট : ভারতের নয়াদিল্লিতে তাপমাত্রা নামতে থাকায় ‘রের্ড অ্যালার্ট’ জারি করা হয়েছে। কনকনে ঠাণ্ডায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। শুধু সড়কপথে নয়, শীতের প্রভাব পড়েছে রেল ও বিমানের ফ্লাইটে। ঘন কুয়াশার কারণে বিপর্যয়ে পড়েছে দেড় শতাধিক ফ্লাইট। দিল্লির আয়ানগরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর লোদি রোডে সর্বনিম্ন ১ দশমিক ৭।
এ অবস্থায় শীতজনিত রোগীর চাপ বেড়েছে হাসপাতালে। তীব্র ঠাণ্ডার কারণে দিল্লির বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে, আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।